র্যাবের একটি অভিযানে নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার কর্ণফুলী এলাকার একটি হাসপাতালের সামনে থেকে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত দুই বোন হলো–কঙবাজারের টেকনাফের ছোট হাবিলপাড়ার মৃত আবুল হোসেনের মেয়ে ছেনোয়ারা বেগম (৪০) ও দিলদার বেগম (৩৫)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর একটার দিকে অভিযান চালানো হয়। এসময় তাদের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ ও তিনটি ব্যাগ তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। পরবর্তীতে গ্রেপ্তারকৃত দুই বোনকে কর্ণফুলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।












