কর্ণফুলী উপজেলার ব্রিজঘাটে যমুনা বালা জলদাস (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহের কাছে থাকা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে জানা গেছে– মৃত নারী বান্দরবান সদর পৌরসভার রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি বালাঘাটা ৩ নম্বর ওয়ার্ডের নারায়ণ জলদাসের মেয়ে। স্থানীয়রা জানান, তিনি গত ২–৩ দিন ধরে ব্রিজঘাটের যাত্রী ছাউনিতে অবস্থান করছিলেন। তার কাছে একটি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল ফোন ও কিছু খুচরা টাকা ছিল। দিনের বেশিরভাগ সময় তিনি নদীর ঘাটে বসে থাকতেন। কেউ খাবার দিলে খেতেন, না দিলে না খেয়েই থাকতেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। এ সময় পাশের একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা যাত্রী ছাউনিতে মরদেহ রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।