কর্ণফুলী থেকে গ্রেফতার জঙ্গিরা দুই দিনের রিমান্ডে

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ জুন, ২০২৪ at ৬:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থেকে উগ্রবাদী নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর বইসহ গ্রেফতার দুই সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলের দিকে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন- পঞ্চগড়ের মো. আসাদুজ্জামান আসিফ (২২) এবং পাবনার মোহাম্মদ আহাদ (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার মামলা তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম।

গত ১৬ জুন (শুক্রবার) দুপুরের দিকে কর্ণফুলীর শিকলবাহার একটি পরিত্যক্ত একতলা ঘর থেকে মিটিং করার সময় ‘শাহাদাত’ গ্রুপের এ দুই সদস্যকে গ্রেফতার করেন বলে র‌্যাব-৭ এর দাবি।

এমনকি বহদ্দারহাটস্থ চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এ তথ্য জানিয়েছিলেন।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম তখন জানিয়েছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিবাদী মিটিং পরিচালনাকালীন আনসার আল ইসলামের ‘শাহাদাত’ গ্রুপের দুইজন সক্রিয় সদস্য মো. আসাদুজ্জামান আসিফ ও মোহাম্মদ আহাদকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও ঘটনাস্থল থেকে ৫/৬ জন পালিয়ে যান। এ সময় তাদের কাছ থেকে একাধিক জিহাদি বই এবং অন্যান্য আলামত উদ্ধার করে জব্দ করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রবাসীর জায়গা ভাংচুরের অভিযোগ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় উপজেলা পরিষদের প্রথম সভা বর্জন করল ১১ ইউপি চেয়ারম্যান