কর্ণফুলী নদীর কালুরঘাট ব্রিজের ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল আনুমানিক ৩৫ বছর বয়সী ওই লোকের মরদেহ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, লাশটি জোয়ারের পানিতে ভেসে এসে তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। লাশটির পরনে কালো প্যান্ট ও হলুদ শার্ট এবং দুই হাতে আংটি আছে। সুরতহালে কোন জখমেরটি চিহ্ন পাওয়া যায়নি। লাশটি কোনো অমুসলিম যুবকের হতে পারে।










