কর্ণফুলী নদীর তীরবর্তী বাংলাবাজার পিএস শিপিং থেকে সদরঘাট সাম্পান ঘাট পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে নদী তীরবর্তী প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে উদ্ধার হয়েছে প্রায় ছয় একর সরকারি খাস জমি। যার বাজার মূল্য প্রায় শত কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাবাজার পিএস শিপিং এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়ে সদরঘাট সাম্পান ঘাটে গিয়ে শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নু–এমং মারমা মং, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার গালিব চৌধুরী। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পিডিবি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিমও অভিযানে অংশ নেন।
সহকারী কমিশনার গালিব চৌধুরী অভিযান বিষয়ে আজাদীকে বলেন, উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে কর্ণফুলী নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাবাজার পিএস শিপিং এলাকা থেকে সদরঘাট সাম্পান ঘাট পর্যন্ত ছিল আমাদের অভিযান। অভিযানে দেড় শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে উদ্ধার হয়েছে প্রায় প্রায় শত কোটি টাকা মূল্যের ছয় একর জমি। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক হাইকোর্টের রিট পিটিশন নং–৬৩০৬/২০১০ এর ২০১৬ সালের ১৬ আগস্ট তারিখের আদেশের প্রেক্ষিতেই কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।












