কর্ণফুলী টানেলে পিকআপ দুর্ঘটনা

এক টিউবে যান চলাচল বন্ধ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

কর্ণফুলী টানেলে একটি মাছের পিকআপ উল্টে গেছে। এতে টানেলের এক টিউবে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গতকাল রবিবার রাত ১০ টার পর এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা নেই বলে জানিয়েছে টানেল কর্তৃপক্ষ। গতরাত সাড়ে ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক টিউব বন্ধ ছিল বলে জানা গেছে।

জানাযায়, গতকাল রাত ১০ টার পর আনোয়ারা প্রান্ত থেকে মাছ বোঝাই একটি পিকআপ চট্টগ্রাম শহরে যাচ্ছিল। টানেলে প্রবেশ করার পর দ্রুতগতির পিকআপটি উল্টে যায়। এতে মাছ ও বরফ টানেলের টিউবে ছড়িয়ে ছিটিয়ে যায়। দুর্ঘটনা এড়াতে টানেল কর্তৃপক্ষ আনোয়ারা প্রান্তের টিউব দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লে: কমান্ডার ফারুক আহমেদ জানান, রবিবার রাতে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে একটি মাছ বহনকারী পিকআপ টানেলের ভেতর উল্টে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা হয়। আনোয়ারা প্রান্তের টিউবটি উদ্ধার কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধডাঃ আব্দুল করিমের ইন্তেকালে শোক প্রকাশ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু