কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজ আজ শনিবার থেকে শুরু হচ্ছে, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলের এক টিউবে রক্ষণাবেক্ষণ কাজ চলবে আর অপর টিউব দিয়ে যানবাহন চলাচল করবে।
গতকাল শুক্রবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আগামী ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ অক্টোবর প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত এক টিউবে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় পতেঙ্গা টু আনোয়ারামুখী টিউব ও আনোয়ারা টু পতেঙ্গামুখী টিউব দিয়ে নিয়ন্ত্রিতভাবে উভয়মুখী যানচলাচল চলবে।
সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালীন বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানানো হয়। তাছাড়া টানেলের নিরাপত্তা ও কার্যকারিতা রক্ষায় এ ধরনের রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।












