তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে যুব কাবাডি (অনূর্ধ্ব–১৮) বালক ও বালিকা প্রতিযোগিতা কর্ণফুলী জোনের খেলা। প্রতিযোগিতায় বালক বিভাগের ফাইনালে চট্টগ্রাম জেলা দল ৪৬–৩১ পয়েন্টে রাঙ্গামাটি জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে রাঙামাটি জেলা দল ৩৫–১৫ পয়েন্টে খাগড়াছড়ি জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) মো. সিরাজুল ইসলাম।
চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী এবং রিফাত বিন আনোয়ার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের পরিচালক মুজিবুর রহমান, শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক মো. শোয়াইব, চট্টগ্রাম কলেজের শিক্ষক শাহজালাল উদ্দিন, রেফারী গোপী রঞ্জন, মো. মশিউর রহমান, সাইফুল্ল্যা মুনির প্রমুখ।