কর্ণফুলী গ্যাসের ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঘুষ নিয়ে আবাসিক সংযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ঘুষ নিয়ে শত শত আবাসিকসহ বিভিন্ন সংযোগ দেয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৩ জুলাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া চারজন হলেন কেজিডিসিএলের উত্তর বিভাগের (রাজস্ব) জোন ৩ ও ৯ শাখার ব্যবস্থাপক রোকেয়া ফেরদৌসী, একই বিভাগের উপব্যবস্থাপক শাহাদাত ওসমান খান, ব্যবস্থাপক মুমিনুল ইসলাম ও সহকারী কর্মকর্তা বরেন্দ্র তাঁতী।

গত ২৩ জুলাই কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মোজাহার আলী স্বাক্ষরিত আদেশে উক্ত কর্মকর্তাদের বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় আড়াই হাজার সংযোগ প্রদানের অভিযোগ উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমিক কাউন্সিলের সভা থেকে চার শিক্ষক নেতার ওয়াকআউট
পরবর্তী নিবন্ধডিসেম্বরের মধ্যেই প্রস্তুত হবে দেশের দীর্ঘতম রানওয়ে