নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ঘুষ নিয়ে শত শত আবাসিকসহ বিভিন্ন সংযোগ দেয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৩ জুলাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া চারজন হলেন কেজিডিসিএলের উত্তর বিভাগের (রাজস্ব) জোন ৩ ও ৯ শাখার ব্যবস্থাপক রোকেয়া ফেরদৌসী, একই বিভাগের উপব্যবস্থাপক শাহাদাত ওসমান খান, ব্যবস্থাপক মুমিনুল ইসলাম ও সহকারী কর্মকর্তা বরেন্দ্র তাঁতী।
গত ২৩ জুলাই কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মোজাহার আলী স্বাক্ষরিত আদেশে উক্ত কর্মকর্তাদের বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় আড়াই হাজার সংযোগ প্রদানের অভিযোগ উঠেছে।