কর্ণফুলী গাউসিয়া সুন্নীয়া যুব সংঘের মাহফিল

| বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:৩১ পূর্বাহ্ণ

কর্ণফুলী দক্ষিণ শিকলবাহা গাউসিয়া সুন্নীয়া যুব সংঘের উদ্যোগে স্থানীয় গাউসিয়া কমিটি সার্বিক সহযোগিতায়, আবদুল কাদের জিলানী (রাঃ)স্মরণে মিলাদ মাহফিল গত ১২ ডিসেম্বর ড. আল্লামা খলিলুর রহমানের সভাপতিত্বে ও শায়ের মাওলানা আহছানুজ্জামান (রহঃ) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ শওকত আলী। প্রধান অতিথি ছিলেন সৈয়দ হাসান আল আযহারী। সংবর্ধেয় অতিথি ছিলেন ইছমাঈল নোমানী। বিশেষ আলোচক ছিলেন বেলাল কাদেরী।
মাওলানা মহিউদ্দিন আল হামিদীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এমএ মাবুদ, জাফর আহমেদ নুরী, আহমদ কবির রেজবী, ইসমাইল রেজবী, ওসমান নুরী, ফারুক আনচারী, ওসনান গনী আশরাফী, ইউনুস অহীদী, মহিউদ্দিন রশীদী, এইচ এম ফরিদুল আলম, সৈয়দ আলী সোহেল, আলাউদ্দিন আত্তারী, লোকমান হাকিম কাদেরী, আজম আলী খান, হাজী মুহাম্মদ শরীফ, আশ্রাফ আলী মেম্বার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামের শাশ্বত দর্শন প্রচারে আল্লামা জালালুদ্দীনের ভূমিকা গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধ‘দ্বীনের খেদমতে নিরলস কাজ করে গেছেন ওয়াজের আলী (রহ.)’