চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার পাবলিক টয়লেট গণশৌচাগার নির্মাণ বন্ধের করার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
গত ২৮ জানুয়ারি বিকালে উপজেলার শিকলবাহা কলেজ বাজার মহাসড়কে ব্যবসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোঃ সোলায়মান, ওসমান মেম্বার, মোঃ কামরুল ইসলাম, ইলিয়াস হোসেন, মোঃ মূসা, মোঃ ইলিয়াস, মোঃ জমির, মোঃ ইউনুস, মোঃ কাইয়ুম ও মোঃ তৈয়ব প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৪ সালে মহাসড়কের পাশের বাজারের মেইন পয়েন্টে গণশৌচাগার নির্মাণ করার চেষ্টা করে প্রশাসন। পরে গণশৌচাগার নির্মাণ বন্ধ করতে ওই বছরের মে মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ব্যবসায়ীরা আবেদন করলে তা নির্মাণ কাজ বন্ধ হয়। পুনরায় আবারো ওই জায়গায় গণশৌচাগার নির্মাণ করতে বাজারের প্রায় দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া এ জায়গায় গণশৌচাগার নির্মাণ করা হলে বাজারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই এটি বন্ধের জোর দাবি জানাচ্ছি। না হলে ওই জায়গায় দ্বিতল ভবন করে নিচে বাজার উপরে গণশৌচাগার নির্মাণ করা হোক। যদি জোরপূর্বক গণশৌচাগার নির্মাণ করলে সকল ব্যবসায়ীরা কঠোর অবস্থানে নামবে। প্রেস বিজ্ঞপ্তি।