কর্ণফুলী উপজেলার জুলধা ও নগরীর রেয়াজুদ্দিন বাজারে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– উপজেলা যুবলীগের সংগঠক আমজাদ হোসেন টুটুল (৩৭), চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগ নেতা হোসাইন মামুন (৩৫) এবং শিকলবাহা যুবলীগের সংগঠক মো. দিদার। তারা উপজেলার চরপাথরঘাটা ইছানগর ও শিকলবাহা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানের অংশ হিসেবে টুটুল ও মামুনকে রেয়াজুদ্দিন বাজার থেকে এবং দিদারকে জুলধা কেইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ এবং কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। তবে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা জানাতে পারেনি পুলিশ। কর্ণফুলী থানার ওসি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।