কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ এর সভাপতিত্বে অধ্যাপক শামীম আক্তার চৌধুরীর সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া উপ কমিটির আহবায়ক অধ্যাপক আবদুল জলিল। প্রতিযোগিতায় ১৫ টি ইভেন্টে মোট ২১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার সৈয়দ ওয়াহিদুল হাসান দ্রুততম মানব ও একাদশ শ্রেণির মানবিক শাখার মোছাম্মৎ হাফছা দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করে। অধ্যক্ষ তাঁর বক্তব্য বলেন খেলাধুলা ক্রীড়াবিদদের মানসিক দৃঢ়তা, দলগত নৈপুণ্য ও নৈতিকতার বিকাশ ঘটায়। আমরা খেলাধুলার মাধ্যমে জয়ী হলে কিভাবে আনন্দ উদযাপন করবো এবং পরাজিত হলে কিভাবে শিক্ষাগ্রহণ করে সামনে এগিয়ে যাবো তা শিখায়। উদ্বোধন এর পর কলেজ শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ নুর, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক এইচ এম আবু ওবায়দা, অধ্যাপক নাজমুল হক, অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক তাজনীন ফেরদৌস, অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক রোকসানা খাতুন, অধ্যাপক ইন্দ্রজিত কর, অধ্যাপক নাজনীন সুলতানা, অধ্যাপক আবদুল কাইয়ুম, অধ্যাপক সুজন দাশ, অধ্যাপক বিশ্বজিত বিশ্বাস, অধ্যাপক মনোয়ারা বেগম প্রমুখ। মশাল প্রজ্বলন করে একাদশ শ্রেণির রাশেদুল ইসলাম।