কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এঙক্যাডেট এসোসিয়েশনের (কেকা) নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা গত ২২ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহেরের সভাপতিত্বে নগরীর ওমর গণি এম ই এস কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভার শুরুতে কমিটির শপথ গ্রহণ ও পরিচিত পর্ব হয়। পরবর্তীতে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদেরের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ওমর গণি এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সারোয়ার আলম, কেকার উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর মেজর (অব.) রতন দাশ, লেফটেন্যান্ট (অব.) ইলিয়াছ কামরু, ইকরামুল হক ভুঁইয়া, মো. সদরুল হুদা সানী, লে. আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, কার্যকরী সদস্য ড. আরিফুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. মহসিন উদ্দিন চৌধুরী, সহসভাপতি ড. মহিউদ্দিন চৌধুরী, কার্যকরী সদস্য এ কে এম মনজুরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, মো. মিজানুর রহমান সজীব, মো. জিয়াউল আলম, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মো. রিয়াজুল হক, ডা. কামরুল হাসান, গোলাম সরোয়ার চৌধুরী, এস এম গিয়াসউদ্দিন বাবর, নাফিজ মিনহাজ, মো, আশিকুর রহমান, মুহাম্মদ মেহেবুব আলী, মো. তারেকুল ইসলাম।উপস্থিত ছিলেন মোহাম্মদ ফখরুল ইসলাম,মো. নজরুল ইসলাম, মো: নুরুল আফসার মিঞা, সনেট কুমার দে তুহিন, মো. আশিকুর রহমান আকন্দ প্রমুখ। সভায় সামাজিক উন্নয়নমূলক, ব্লাড ডোনেশন, শীতকালীন ক্যাম্প আয়োজন, রানিং ক্যাডেটদের মাঝে বৃত্তি প্রদানসহ উন্নয়ন মূলক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও প্রযু্‌কি্তর ব্যবহারের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধসন্দীপনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা