কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদকর্ণফুলী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল এবং আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ও করণীয় নির্ধারণে সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সংগঠনের কর্ণফুলী উপজেলার সভাপতি রূপেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব শীলের সঞ্চালনায় গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, দেবরাজ শীল, দিলীপ কুমার নাথ, শিমূল চৌধুরী, অলক দাশ, লিটন দাশ, মান্না দে, জয়দেব দে, টিপন শীল, রনজিত কুমার শীল, রূপন শীল, পরশ শীল, জিতেন্দ্র শীল, রামকৃষ্ণ ধর, যুবরাজ নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধনজরুলের সাহিত্য-কর্ম পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অনুপ্রেরণা জুগিয়েছে