কর্ণফুলী উপজেলা পরিষদে এক হাজার চারা দিল ইউসিবি

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৭:২০ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা পরিষদকে এক হাজার বৃক্ষের চারা দিয়েছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কর্ণফুলী শাখা। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল আম কাঁঠালসহ কয়েক প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের এসব চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে কর্ণফুলীর নবনির্মিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে আম গাছের চারা রোপণের মাধ্যমে ইউসিবি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ইউসিবি কর্ণফুলী শাখার এফএভিপি ও শাখা প্রধান মো. জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ। উপস্থিত ছিলেন এলজিইডির চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সালাম মোল্যা, স্থানীয় সরকার অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জেল আহমদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী, ফয়জুল বারি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান, উপজেলার কৃষি অফিসার মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, প্রাণী সম্পদ কর্মকর্তা নাসির উদ্দীন, শিক্ষা অফিসার মহিদ্দীন মো. আলমগীর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাহেদুল আলম চৌধুরী, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, অমল কুমার চক্রবর্তী, সিরাজুল মুনির, ফজল আহমদ, শারমিন মনি, মহি উদ্দীন বকুল, আজাদ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে বিপণন বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধটেকনাফে সোয়া ৪ কেজি আইস জব্দ