কর্ণফুলী উপজেলায় ২০টি শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। যার মধ্যে আছে ৬ টি হাইস্কুল, ৭টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৪টি ক্লাব। এসময় উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মানোন্নয়নের জন্য স্কুল শিক্ষকগণকে পরামর্শ প্রদান করেন। ভবিষ্যতে আরো অধিক পরিমাণে ক্রীড়া সামগ্রী বিতরণের আশ্বাস প্রদান করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার সাবের আহাম্মদ। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য মো. লোকমান, নুরুল আমিন মিন্টু, মো. সাহেদ, মো. বাহার হোসেন খান ও মো. জাবেদ উপস্থিত ছিলেন।