কর্ণফুলী ইপিজেডের অভ্যন্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে দশটার দিকে ৩নং সেক্টরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের (পানি শোধনাগার) কার্বন ফাইবারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে মেইনট্যানেন্সের কাজ চলছিল। ওই সময় হঠাৎ করে ট্রিটমেন্ট প্লান্টের কার্বন ফাইবারে আগুন ধরে যায়। খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ। এছাড়া ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।












