চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইউনিয়নের জনসেবা বিঘ্নিত হওয়ায় পরিষদের কার্যক্রম গতিশীল করার জন্য উপজেলা চারটি ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার ওপর।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের এক অফিস আদেশে এমনটি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় শিকলবাহা ইউনিয়ন পরিষদ ও চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদে জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার এবং বড়উঠান ও জুলধা ইউনিয়ন পরিষদে সহকারী কমিশনারকে (ভূমি) পরিষদসমূহের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
তবে ওই আদেশ কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাতে কাউকে দায়িত্ব দিতে দেখা যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, জনগণের নিরবিচ্ছন্ন সেবা প্রদানের লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।