চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ফলাফলের দিক দিয়েও শতভাগ পাশ করে উত্তীর্ণ হয়েছে বিগত সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজ। কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সমপ্রতি অনুষ্ঠিত অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা প্রশাসনের মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথের হাত থেকে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ হাকিম আলী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ডক্টর মোঃ জাবের হোসেন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ–পরিচালক কাম–কীপার ডক্টর মোঃ আতাউর রহমান, কর্ণফুলী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরপাথরঘাটার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল আলম সহ শিক্ষক–শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।
আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল আলম বলেন, বিদ্যালয়টি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম চলে আসছে। বর্তমানে বিদ্যায়লটিতে ১৬০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে অত্র প্রতিষ্ঠানর নবম শ্রেণির ছাত্র অরিত্রি পাল ও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে দশম শ্রেণির ছাত্র মো রাকিবুল ইসলাম রাসেল। প্রেস বিজ্ঞপ্তি।