কর্ণফুলীস্থ দক্ষিণ শাহমীরপুর, উত্তম পাড়া ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকাল ৪ টায় কেইপিজেড মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উত্তম পাড়া ফুটবল একাদশকে ২–১ গোলে পরাজিত করে উত্তম পাড়া সহযোগিতা ফাউন্ডেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। খেলা শেষে সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম ব্যাংকার ইউনিট এর আহ্বায়ক মোঃ মেহেরাব হোসেন খান উজ্জ্বল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও ক্রীড়া অনুরাগী মোহাম্মদ মারজান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুর হোসেন, সাইফু উদ্দিন, মনির হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি সুশৃঙ্খল জাতী গঠনে এগিয়ে আসার জন্য কিশোর ও যুবসমাজকে আহ্বান জানান।