চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবরাজ রতন (প্রকাশ দেবু) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৬ মার্চ) রাত ১টার কিছু পর হালিশহরের নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দ্রুত বিচার আইন ও বৈষম্য বিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দেবু কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার বাড়ি এলাকার বাসিন্দা এবং রতন চন্দ্র শীলের ছেলে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগেও তার সম্পৃক্ততার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওসি মনিরুজ্জামান বলেন, ‘দেবুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।’