কর্ণফুলীর যুবলীগ নেতা তারেক হাসান জুয়েল নগরীতে গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. তারেক হাসান জুয়েল (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

জানা গেছে, তারেক হাসান জুয়েল শিকলবাহা (৬ নম্বর ওয়ার্ড) মাওলানা আহসান উল্লাহ বাড়ির এডভোকেট জিএম মো. হারুনের ছেলে।

জুয়েল কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তিনি নগরীর সদরঘাট থানা হাজত খানায় রয়েছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম জানান, কিছুক্ষণ আগে তাকে থানায় আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধওজু করতে গিয়ে বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু