কর্ণফুলীর বিভিন্ন বাজারে লালচান্দা নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

৭০ কেজি পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ, জরিমানা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীর ব্রিজঘাট বাজারে বিক্রি হচ্ছিল নিষিধ পিরানহা ও মাগুর মাছ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ কেজি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে কর্ণফুলী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সহায়তায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দসহ তিন হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট বাজার থেকে মাছগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে জানান, চরপাথরঘাটার ব্রিজঘাট বাজারে অভিযান চালিয়ে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা ও ৫০ কেজি আফ্রিকান নিষিদ্ধ মাগুর জব্দ করা হয়। এ সময় আরাফাত হোসেন নামে এক বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জানা যায়, কর্ণফুলীর বিভিন্ন বাজারে লালচান্দা বলে বিষাক্ত পিরানহা ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রি করা হচ্ছে। দাম কম বলে নিম্নআয়ের মানুষের কাছে এসব মাছের চাহিদা একটু বেশি। এ সুযোগকে কাজে লাগিয়ে অসাধু মাছ ব্যবসায়ীরা ১৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন নিষিদ্ধ এ পিরানহা। আর ৩৫০৪০০ টাকায় বিক্রি করছেন আফ্রিকান মাগুর। জানা যায়, পিরানহা মাছ হিংস্র ও রাক্ষুসে। ক্ষুধার্ত থাকার সময় এক পিরানহা আরেক পিরানহাকে খেয়ে ফেলে। ধারালো দাঁত ও প্রায় মানুষের মতো জিহ্বা থাকায় মাছটি তার লক্ষ্যবস্তুতে শরীরের ১০ গুণ বেশি শক্তিতে কামড় দিতে সক্ষম।

কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ব্রিজঘাট বাজারে নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ বিক্রি করার অপরাধে একজনকে তিন হাজার টাকা জরিমানা ও ৭০ কেজি মাছ জব্দ করা হয়। বিক্রি নিষিদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকর এ মাছের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিএসটিআইয়ের নকল সনদে কারখানা পরিচালনা, ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরামেকে ছাত্রলীগের প্রথম কমিটি, নেতৃত্বে তন্ময়-আয়াদ