চট্টগ্রামের কর্ণফুলীতে আবদুল শুক্কুর নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়উঠান দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়উঠান শাহমীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল গফুর।
গ্রেপ্তার আবদুল শুক্কুর দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকার রজ্জা বাপের বাসিন্দা। সে ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেছে।
তবে কি মামলায় তাকে গ্রেপ্তার করেছে তা এখনো জানা যায়নি। তবে একটি তথ্য বলছে তাকে নগরীর চাদগাঁও থানায় সোপর্দ করা হবে।