কর্ণফুলীর ফাতিমা (র.) মহিলা হিফজখানায় শিক্ষাসামগ্রী বিতরণ

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীর জুলধাস্থ হযরত ফাতিমা (.) মহিলা হিফজখানা ও এতিমখানায় দ্বিতীয় ধাপে আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে গত সোমবার দুপুরে নূরানী স্তরের বিভিন্ন ক্লাসের বই ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষাসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন, কোষাধ্যক্ষ সালেহ আহমদ, ইসি সদস্য মাওলানা ইকরামুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলা ফোরকান আশরাফি, শিক্ষিকা উম্মে সালমা সাইকা, হাফিজা তাসফিয়া জান্নাত, সামিয়া সুলতানা, আলিয়া আক্তার সুমি প্রমুখ। মাদ্রাসার দরিদ্র ২০জন ছাত্রীকে নুরানী সিলেবাসের বই ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।

. নুর হোসাইন বলেন, বাংলাদেশে মহিলা মাদ্রাসা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়কে বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করছেন। একতরফা আধুনিক শিক্ষায় শিক্ষিতদের অনেকের আত্মকেন্দ্রীকতা, স্বার্থপরতা, সমাজবিমুখতা এবং অনৈতিকতার কারণে অভিভাবকগণ ধর্মীয় শিক্ষার প্রতি অপেক্ষাকৃত বেশি আগ্রহী। নারীসমাজের ধর্মশিক্ষার বঞ্চনাও দূর করছে বর্তমান মহিলা মাদ্রাসাগুলো। ফলে মহিলা হিফজখানাও গড়ে উঠছে শহরগ্রামের সর্বত্র। তিনি এসব মহিলা মাদ্রাসাসংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, মহিলা শিক্ষার্থীদের বিশেষ যত্ন নিলে তাঁরা একদিন সুশিক্ষিত হবে এবং সুশিক্ষিত পরিবার ও রাষ্ট্র গড়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের চাকুরিতে স্থানীয়দের নির্দিষ্ট হারে অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধডলার অতিরিক্ত ব্যয় হচ্ছে জাতীয় কমিটির তথ্য