প্রবাসী ভাইয়ের ইমো আইডি হ্যাক করে ছোট ভাইকে নতুন চাকরির কথা বলে ক্ষুদেবার্তা পাঠিয়ে ৩৮ হাজার টাকা দুই বিকাশ নম্বরে হাতিয়ে নিয়েছেন একটি প্রতারক চক্র।
এ ঘটনার শিকার চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সৈন্যেরটেক এলাকার রিফাত আহমেদ মাসুদ (২৫) নামে এক যুবক।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর এ ঘটনায় সিএমপি কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। যার জিডি নং- ১১২৩।
জিডি সূত্র জানা গেছে, সোমবার বিকেলে ভুক্তভোগী রিফাতের ব্যবহৃত মুঠোফোন নম্বরে এই +৯৬৬০৫৭৬৩৯৭৬৫৮ নাম্বার থেকে কল দিয়ে তাঁর প্রবাসী ভাই পরিচয় দেন। আকস্মিক ফোন কলে তিনি ভাইয়ের কণ্ঠ বুঝে উঠতে পারেননি।
পরে প্রতারক চক্রটি ভাইয়ের নতুন চাকরি হওয়ার কথা বলে ৩৮ হাজার টাকা পাঠাতে বলেন। তিনিও ভাইয়ের চাকরির প্রত্যাশায় সরলমনে দ্রুত তাদের কথা মতো টাকা গুলো পাঠিয়ে দেন। পরে ওই নাম্বার গুলোর সাথে যোগাযোগ করে বন্ধ পাওয়া গেলে, সে বুঝতে পারে প্রতারণার শিকার হয়েছেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘প্রতারণার শিকার হয়ে এক যুবক থানায় জিডি করেছেন। আমরা টাকা গুলো উদ্ধারের চেষ্টা করতেছি।’
ইমো হ্যাকের বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলছেন, মোবাইল ফোনে কোনো ওটিপি বা কোড পাঠালে তা কাউকে জানানো থেকে বিরত থাকুন। প্রতারকরা বিভিন্ন পরিচয়ে কল দিয়ে কোড জানতে চাইবে, তা দেবেন না। আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ টাকা চাইলে বিকল্প নম্বর বা অন্য কোনোভাবে যোগাযোগ করে কথা বলে আগে নিশ্চিত হবেন।