কর্ণফুলীর পাড় থেকে আড়াই হাজার কেজি ইলিশ জব্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৪:৩১ পূর্বাহ্ণ

র‌্যাংকন জেটি সংলগ্ন কর্ণফুলী নদীর পাড় থেকে প্রায় আড়াই হাজার কেজি ইলিশ মাছ জব্দ করেছে সদরঘাট নৌ পুলিশ ও সামুদ্রিক মৎস্য অধিদপ্তর। নিষিদ্ধকালীন সময়ে পরিবহনের দায়ে এসব ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যান এবং ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সদরঘাট নৌ পুলিশ ও সামুদ্রিক মৎস অধিপ্তর এই অভিযান পরিচালনা করেন।

নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ এবং সামুদ্রিক মৎস্য অধিপ্তর চট্টগ্রামের পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল হক অভিযানে নেতৃত্ব দেন। সামুদ্রিক মৎস অধিদপ্তর চট্টগ্রামের পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল হক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইলিশ মাছ একটি কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ স্থগিত করল সৌদি আরব
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুর ঘাটে পড়ে ছিল প্রতিবন্ধী নারীর রক্তাক্ত লাশ