কর্ণফুলীর দক্ষিণ তীরে পুরোদমে চলছে বর্ষবরণের প্রস্তুতি

লাখো জনসমাগমের সাম্পান বাইচে অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী ও ডিসি

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১২ এপ্রিল, ২০২৪ at ৫:৪৯ অপরাহ্ণ

বৈশাখের অপেক্ষায় থাকা কর্ণফুলী নদীর দুই তীরের মানুষের আগ্রহে পহেলা বৈশাখের প্রথম দিনে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ প্রতিযোগিতার আয়োজন করছেন কর্ণফুলী সোসাইটি নামক সামাজিক সংগঠন।

এ উপলক্ষে সংগঠনটি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন সংলগ্ন শাহ আমানত সেতু’র নীচের মাঠ প্রাঙ্গণে বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন। ইতোমধ্যে মেলা উপলক্ষে মঞ্চের পাশে নানা দোকান ও নাগরদোলা বসতে দেখা গেছে।

জানা যায়, কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে সাম্পান বাইচ ও পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করেছেন কর্ণফুলী সোসাইটি।যার প্রধান পৃষ্ঠপোষক শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সংগঠনটির নেতারা জানিয়েছেন চট্টগ্রামের প্রাণ কর্ণফুলীকে বাঁচানোর লড়াইয়ে নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে পরিবেশবাদী নানা সংগঠনও এ অনুষ্ঠানে যোগ দেবেন।

জানা যায়, এতে বর্ষবরণ আয়োজন ও বাঙ্গালীর ঐতিহ্য সংরক্ষণে সাম্পান বাইচের মূল পুরস্কার মঞ্চটি ২০ ফুট প্রস্থ ও ৩২ ফুট দৈর্ঘ্যের লম্বা মঞ্চ তৈরি করা হচ্ছে। এতে এক সঙ্গে ৫০ অতিথি বসার আসন হবে। এই মঞ্চ তৈরিতে সময় লাগবে মোট ৬ দিন। ইতিমধ্যে তিন দিন অতিবাহিত হয়েছে। দৈনিক ২০ জন শ্রমিক কাজ করছেন। যাদের বেতন দৈনিক এক হাজার টাকা। মঞ্চের সৌন্দর্যবর্ধনে কাজ করছেন মেসার্স নাসির ডেকোরেশন।

এ বৈশাখী মেলা ও সাস্পান বাইচ অনুষ্ঠানের সমন্বয় বা প্রশাসনের অনুমতির বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, ‘থানা পুলিশ বিষয়টি অবগত। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন থাকবে।’

কর্ণফুলী সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘সাম্পান বাইচ প্রতিযোগিতায় সাত কিংবা আটটি সাম্পান দলের মধ্যে বাইচ প্রতিযোগিতা হবে। প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে। অনুষ্ঠানে অর্থপ্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

তিনি আরও জানান, ‘এছাড়াও উদ্বোধক হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান মহোদয় উপস্থিত থাকবেন। কর্ণফুলী সোসাইটি এই প্রতিযোগিতার আয়োজন করছেন। এতে প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ মানুষের জনসমাগম ঘটবে।’

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, ‘নৌকা বাইচের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছেন। এতটুকু জানি। আপনারা বাকি তথ্য গুলো জানতে জেলা প্রশাসকের কার্যলয়ে খবর নিতে পারেন।’

পূর্ববর্তী নিবন্ধবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পটিয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধপেকুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার