কর্ণফুলীর তিন স্কুল ছাত্র কক্সবাজার সৈকতে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৪:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী আজিম হাকিম স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর তিন ছাত্রকে কক্সবাজার উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। উদ্ধার হওয়া তিন শিশুর প্রত্যেকেই ১৩ বছর বয়সী। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, তিন স্কুলপড়ুয়া শিশুকে কক্সবাজার নিয়ে আসে চারজন। পরে তাদের পরিবার সাধারণ ডায়েরি করে শিশুদের খুঁজতে থাকে। সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশের একটি টহল দল তাদেরকে সুগন্ধা পয়েন্ট থেকে উদ্ধার করে। তাদের পরনে ছিলো স্কুলের ইউনিফর্ম। আপেল মাহমুদ আরো বলেন, ‘তিন শিশুকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং যে চারজন তাদের নিয়ে এসেছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ এদিকে আমাদের কর্নফুলী প্রতিনিধি জানান, উদ্ধার হওয়া এক শিশুর চাচা মো. ইসমাইল গতকাল রাতে বলেন, সোমবার সকালে স্কুলে যাওয়ার নাম করে তারা বাসা থেকে বের হয়। পরে স্কুল ছুটির পরও বাড়িতে না আসায় আমরা খোঁজাখুজি শুরু করি। একপর্যায়ে আইনানুগ ব্যবস্থাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছিলাম বাচ্চারা নিখোঁজ। পরে সন্ধ্যার দিকে টুরিস্ট পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আমরা এখন বাচ্চাদের নিয়ে আসতেছি। এটি অপহরণ নাকি তারা নিজ থেকে ওখানে চলে গেছে কিছু বুঝছি না। বাচ্চারা এলোমেলো হয়ে গেছে। সকালে তাদের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারব কিভাবে সেখানে গেছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর মৃত্যু, পুড়েছে অর্ধশতাধিক দোকান
পরবর্তী নিবন্ধচলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি ৩ থেকে ৬ দিন