কর্ণফুলীর জুলধায় ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার আরও এক

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২১ মে, ২০২৫ at ৯:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃত মো. নেজাম উদ্দিন উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার ২নং ওয়ার্ড জয়েনউদ্দিন সুবেদার বাড়ির মো. আব্দুর রহিমের ছেলে। সে ছাত্রলীগ নেতা বলে জানা যায়।

এর আগে গত ১৬ মে রাতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জুলধা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ইউসুফ সাহেবের বালুর মাঠে মিছিল করছে। তারা লাঠিসোঁটা হাতে স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

রাত ১১টা ২০ মিনিটে ওসি মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে প্রায় ৩০-৩১ জন মিছিলকারী দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া ৯টি লাঠি উদ্ধার করা হয়।

ঘটনার পর কর্ণফুলী থানার এসআই জুয়েল মজুমদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)/৮/৯/১০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে থানায় দায়ের হওয়া মামলায় নেজাম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে গোপন কারখানায় নকল উত্তেজক ওষুধের কারবার, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মর্মান্তিক মৃত্যু