‘কর্ণফুলীর কোলে সবুজের আঁচলে’র সবুজ বিতরণ

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বৃক্ষপ্রেমীদের অনলাইনভিত্তিক প্রথম সংগঠন ‘কর্ণফুলীর কোলে, সবুজের আঁচলে’। এই সংগঠন প্রায় প্রতিমাসে ইভেন্ট করে চট্টগ্রামে সবার মাঝে উন্মুক্তভাবে চারা-বীজ-কাটিং, পরামর্শ প্রদানসহ বৃক্ষরোপণে আগ্রহ জাগানো, শহুরে প্রকৃতিতে সবুজ গাছপালার গুরুত্ব তুলে ধরে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেলে আয়োজন করে সবুজ বিতরণ ও আড্ডা।

এদিন বিকেলে নিয়মিত ভেন্যু সিআরবির পরিবর্তে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচ ই ডি) চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে সবুজ বিতরণ করা হয়। প্রায় শ’খানেক সবুজপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল এইচ ই ডি প্রাঙ্গণ। অনুষ্ঠানে বরাবরের মতোই সমৃদ্ধ বাগানীরা ব্যাগ ভরে নিজেদের বাগানের চারা, কাটিং, বীজ নিয়ে এসেছেন আগত অতিথিদের জন্য।

গ্রুপের পক্ষ থেকে ছাদ বাগান, বারান্দা বাগান, জলবাগান নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিভিন্ন রকম গাছ উপহার তুলে দেয়া হয়। আগত সকলের জন্য গ্রুপের পক্ষ থেকে নিম, কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া, চাঁপাফুল ও বকুল ফুলের চারা বিতরণ করা হয়। গ্রুপের মেম্বারদের পক্ষ থেকে বিভিন্ন রকম নাস্তা দিয়ে আপ্যায়ন করা হয় আগাত অতিথিদের। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন এডভোকেট রণজয় মিত্র, স্নিগ্ধ প্রজাপতি, সালাউদ্দিন আহমেদ, ফারজানা ইয়াসমিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া
পরবর্তী নিবন্ধন্যাশ প্রতিরোধে চাই ‘লাইফ স্টাইল মডিফিকেশন’ ও জনসচেতনতা