কর্ণফুলীর ইউপি সদস্য বাহাদুর গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছেন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা বাহাদুর খাঁন (৪৫)।

রবিবার (২৭ জুলাই) রাতে বড়উঠান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ। পরে তাকে হস্তান্তর করা হয় চান্দগাঁও থানা পুলিশের কাছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাহাদুর খাঁনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

গ্রেপ্তারকৃত বাহাদুর খাঁন কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি দৌলতপুর গ্রামের খান বাড়ির মৃত লিয়াকত আলী খানের ছেলে। পাশাপাশি তিনি স্থানীয় যুবলীগের একজন সক্রিয় সংগঠক বলেও জানা গেছে।

তবে বাহাদুরের ঘনিষ্ঠ সহকর্মীদের দাবি, তিনি নিজেই আগের মামলায় নিয়মিত হাজিরা দিতে আদালতে গেলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলার নথিপত্র যাচাই করে যথাযথ প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ নিয়ে কর্ণফুলী ও চান্দগাঁও—দুই থানার পুলিশ বিভাগ থেকে আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পুকুরে লাফ দিয়েও রক্ষা পেল না পুলিশ হামলার আসামি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ