কর্ণফুলীর ইউপি সদস্য ইদ্রিস বাবুল গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৯:৪৯ অপরাহ্ণ

কর্ণফুলীতে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শিকলবাহা এক নাম্বার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস বাবুল প্রকাশ বাবুল মেম্বার (৫২)।

রবিবার (৩ আগষস্ট) বিকেলে শিকলবাহা দ্বীপ কালার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ও চান্দগাঁও থানার ডিউটি অফিসার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইদ্রিস বাবুল শিকলবাহা এক নাম্বার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও দ্বীপ কালার মোড় এলাকার বাসিন্দা। তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মেম্বার রবিবার দ্বীপ কালার মোড় এলাকার একটি মসজিদ থেকে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কর্ণফুলী থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। পরে তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। সেখানেই এক মামলায় বাবুল মেম্বারকে গ্রেপ্তার দেখানো হয়।

তবে কি মামলায় গ্রেপ্তার করেছে সে বিষয়ে কর্ণফুলী ও চান্দগাঁও দুই থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় পাঠানো হয়েছে সেখানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম এর কর অঞ্চল-৬ ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের যৌথ উদ্যোগে ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার