চট্টগ্রামের কর্ণফুলীতে ভাইরাল হওয়া আকাশ বিরিয়ানি হাউজের মালিক মো. এনাম হোসেন ওরফে আকাশ (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকালে কর্ণফুলী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাশকতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
গ্রেপ্তারকৃত আকাশ চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার হাজী কামাল উদ্দিনের ছেলে। তিনি কর্ণফুলীর মইজ্জ্যারটেক মোড় এলাকায় ‘ভাইরাল আকাশ বিরিয়ানি হাউজ’ নামে একটি দোকান পরিচালনা করতেন, যা সম্প্রতি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এদিকে আকাশের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রেপ্তারের ঘটনা পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয়দের অভিযোগ, আকাশের জমজমাট বিরিয়ানি ব্যবসা দখলে নিতে একটি মহল পুলিশকে ব্যবহার করে এই ঘটনাটি ঘটিয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী বলছেন, আকাশের বিরিয়ানি দোকানটি কর্ণফুলীতে ইতিমধ্যে ব্র্যান্ডে পরিণত হয়েছিলো, যা কিছু অসাধু প্রতিযোগির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়। তবে পুলিশ বলছে, গ্রেপ্তার একটি চলমান মামলার অংশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে।