কর্ণফুলীতে ৯ মামলার আসামি গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে চুরিডাকাতি, ছিনতাইসহ ৯ মামলার আসামি মো. নুর হোসেন প্রকাশ আরিফকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ শিকলবাহা মাষ্টার হাট এলাকার বুলু মেম্বারের বাড়ির মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আরিফের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও নাশকতাসহ ৯টি মামলা রয়েছে। শাহ আমানত সেতু ও মইজ্জারটেক এলাকায় নানা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সে। পাশাপাশি ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামিও গ্রেপ্তার এই আরিফ। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্টে ইকোনমি ওপিডি বিভাগ উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাগদাদিয়া খানকাহ শরিফে মাসিক মাহফিল