কর্ণফুলীতে ৬ হাজার ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার, মাইক্রো জব্দ

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ১১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদকদ্রব্য কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন -কক্সবাজার রামু জোয়ারিয়ানালা এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোঃ সৈয়দ (৩৭) এবং একই এলাকার কামাল উদ্দিনের ছেলে তৌহিদ উল্লাহ (২০)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে কৌশলে লুকানো ৬হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদকদ্রব্য কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকা থেকে এসেও স্বামীর সাথে ঈদ করা হলো না চট্টগ্রামের তিশার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন