কর্ণফুলীতে ৬ পুকুরসহ ৮ একর সরকারি জায়গা উদ্ধার

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে অবৈধ দখল করে রাখা ৮ একর পরিমাণের ৬টি সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। উপজেলার জুলধা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আশ্রয়ণ প্রকল্পের পাশে প্রায় ৮ একর ১ নং খতিয়ানভুক্ত এসব খাস জমি অবৈধ দখলদার হতে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৬টি সরকারি খাস পুকুর রয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পীযূষ কুমার চৌধুরী জানান, উল্লেখিত জমির মালিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক। উল্লেখিত স্থানে সরকারি পুকুরসমূহে গত ২১ আগস্ট সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উল্লেখিত স্থানে মাছ, গাছপালাসহ অন্যান্য সরকারি সম্পত্তি হেফাজত করার দায়িত্ব সকল সচেতন নাগরিকের। সরকারি সম্পত্তি রক্ষার বিষয়ে এখানে ১০টি সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন করা হয়েছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ জানান, উল্লেখিত ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি পুকুরসমূহ কর্ণফুলী উপজেলা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। উল্লেখিত স্থানে পুকুর, পুকুর পাড়ের আঙ্গিনা পার্কের সাথে সংযুক্ত রয়েছে, যা অত্র এলাকার সকল মানুষের চিত্ত বিনোদন ও হাঁটাহাঁটির জন্য উন্মুক্ত থাকবে। এই ৮ একর জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।

উল্লেখ্য, গত ১৭ মার্চ এই এলাকায় প্রায় পাঁচ একর খাস জমি উদ্ধার করে কর্ণফুলী উপজেলা প্রশাসন। সম্প্রতি উদ্ধারকৃত ৮ একর খাস জমিসহ সব মিলিয়ে এই এলাকায় উদ্ধারকৃত খাস জমির পরিমাণ প্রায় ১৩ একর।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধঅভিযানে ডাব রেখে পালালো বিক্রেতারা