কর্ণফুলীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ৪০ হাজার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৭:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মূল্যতালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং ডিলিং লাইসেন্স ব্যতীত রড, সিমেন্ট, টিন বিক্রির অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় অভিযানের নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

অভিযানে নূর সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা, ফুলকলিকে ৫ হাজার টাকা, মেসার্স হাজী এস ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মোহাম্মদিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, ও এন ইসলাম এন্ড সন্স এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ মোট ৪০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক
পরবর্তী নিবন্ধনগরের ২নং গেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট