কর্ণফুলীতে ৫০০ কেজি ইলিশ জব্দ, ৩৬ এতিমখানায় বিতরণ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার দুপুরে জব্দকৃত ইলিশ মাছগুলো পটিয়া উপজেলাসহ চট্টগ্রামের ক্যাপিটেশনভুক্ত ৩৬টি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ জামাল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরহস্যময় সাহারা মরুভূমি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ঝুঁকিপূর্ণ সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও