‘ইন্টারনেট আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্যে কর্ণফুলীতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপজেলা প্রশাসন আয়োজিত ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার দে, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, জুলধা ইউপি চেয়ারম্যান নুরুল হক, মো. ওসমান হোসাইন, শিক্ষক আনছার উদ্দিন, রুবেল দেওয়ানজী, শিক্ষার্থীদের পক্ষে নাঈমুল আলম সাকিব, মো. মিনহাজুল আবেদীন প্রমুখ। বক্তারা বলেন, সভ্যতার বিকাশ লাভ করেছে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে। প্রতিযোগীর বিশ্বে ঠিকে থাকতে হলে বিজ্ঞানের উপর আগামী প্রজন্মকে ব্যাপক জ্ঞান লাভ করতে হবে। তাই বর্তমান শিক্ষার্থীদের বিজ্ঞান ও আধুনিক শিক্ষায় দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।
মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।