কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত শনিবার রাত ১০টার দিকে মধ্যম চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের শুক্কুর দফাদারের বাড়ি এলাকায় একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন ওই এলাকার মো. সাদ্দাম হোসেন (৩৩) এবং মো. মামুনুর রশিদ (২৮)। কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।