কর্ণফুলীতে ৩০ লিটার মদসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত শনিবার রাত ১০টার দিকে মধ্যম চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের শুক্কুর দফাদারের বাড়ি এলাকায় একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন ওই এলাকার মো. সাদ্দাম হোসেন (৩৩) এবং মো. মামুনুর রশিদ (২৮)। কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়ী ২৯নং ওয়ার্ড কদমতলী এ ইউনিট বিএনপির কমিটি গঠনকল্পে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধচবিতে কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু