কর্ণফুলীতে ২ কোটি টাকা ব্যয়ে জনকল্যাণমূলক ১১২ প্রকল্প

স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে হচ্ছে বাস্তবায়ন

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে জনদুর্ভোগ নিরসনে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২ কোটি ব্যয়ে ১১২টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে ২০২৪২৫ অর্থবছরে সরকারি স্থাবর সম্পত্তি হস্তান্তর করের আওতায় প্রাপ্ত বরাদ্দকৃত টাকার বিপরীতে পাঁচটি ইউনিয়নে ১১২টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে এসব প্রকল্পের ৮০টির কাজ শেষ হলেও চলমান রয়েছে আরও ৩২টি প্রকল্পের কাজ। স্থানীয় ইউপি চেয়ারম্যান না থাকায় সরাসরি উপজেলা প্রশাসন থেকে এসব প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা।

উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, ১১২টি প্রকল্পের উপজেলার বড়উঠান ইউনিয়নে ৪৩ লাখ ৭১ হাজার ৩৭৭ টাকার ২৭টি প্রকল্প। এখানে ইতোমধ্যে ১৭টির কাজ শেষ হয়েছে। জুলধা ইউনিয়নে ২১ লাখ ২৪ হাজার ৯১৫ টাকার ১৪টি প্রকল্প। এখানে ৮টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। শিকলবাহা ইউনিয়নে ৫০ লাখ ৬০ হাজার ২০৮ টাকার ৩১টি প্রকল্পের মধ্যে শেষ হয়েছে ২২টির কাজ। চরলক্ষ্যা ইউনিয়নের ৩৯ লাখ ১৮ হাজার ১৭৭ টাকার ২৬টি প্রকল্পের মধ্যে ২৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং চরপাথরঘাটা ইউনিয়নে ৪৫ লাখ ২৫ হাজার ৩২৩ টাকার ১৪টি প্রকল্পের মধ্যে ১০টির কাজ শেষ হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ স্থানকে প্রাধান্য দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আগে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিদের সুপারিশে এবং স্বজনপ্রীতিতে এসব প্রকল্প দেওয়া হলেও জনসাধারণের প্রয়োজনীয় জায়গায় প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। মাঠ পর্যায়ে এসব প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি বলে জানান প্রকল্প বাস্তবায়নকারী জনপ্রতিনিধি ও ঠিকাদাররা।

শিকলবাহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, নতুন প্রেক্ষাপটে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া প্রকল্পগুলোর কাজ চলছে। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী সবধরনের সহযোগিতা, সুযোগ সুবিধা পরিষদের দায়িত্বে থাকা উপজেলা প্রশাসনে পক্ষ থেকে দেওয়া হচ্ছে।

বড়উঠান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন বলেন, আমার এলাকায় যত প্রকল্প এসেছে, যথাযথভাবে সবগুলোর কাজ করতে দেখা গেছে ঠিকাদারকে, কোনোরূপ দুর্নীতি ধরা পড়েনি।

এসব প্রকল্প বাস্তবায়নের বিষয়ে উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদের ১% বরাদ্দ থেকে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে স্বচ্ছতার সাথে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজের বিল বাবদ প্রতিটি ইউনিয়নে ৬০ শতাংশ বিল ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে বাকি টাকা পরিশোধ করা হবে কাজ শেষ হওয়ার পর।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা জানান, কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়নে ১১২টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে এসব প্রকল্পের ৮০টির কাজ শেষ হয়েছে এবং ৩২টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বরত উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসব প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করছেন, কোনো কাজ নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ঠিকাদার এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের প্রকৃতিতে নতুন ফুল ‘নীল জাকারান্ডা’
পরবর্তী নিবন্ধ২৫ মে থেকে সার্কিট হাউস প্রাঙ্গণে শুরু হচ্ছে ভূমি মেলা