কর্ণফুলীতে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার রাতে উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত নাছির উপজেলার শিকলবাহা এলাকার আব্দুল লতিফের ছেলে। তার বিরুদ্ধে থাকা মামলায় আদালত তাকে এক বছরের সাজা দেন। এর পর থেকে নাছির পলাতক ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তারকৃত নাছিরকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।