কর্ণফুলীতে ১৬ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

পিডিবির অভিযান

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন অভিযোগে ১৬ মামলায় ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত একটানা অভিযানে উপজেলার শিকলবাহা কালারপোল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ১টি অটোরিঙা ব্যাটারি চার্জিং স্টেশন ও ১৪টি অবৈধ হিটার জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়রিন পারভীন। এসময় বিতরণ বিভাগ পটিয়ার নির্বাহী প্রকৌশলী ইসমাল হোসাইন, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, সহকারী প্রকৌশলী রাসেদুজ্জামান সরকার, রাসেল খন্দকার, উপ-সহকারী প্রকৌশলী রাসেল মুহাম্মদ, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রণয় আচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে বিদ্যুৎ উপ-সহকারী প্রকৌশলী রাসেল মুহাম্মদ জানান, কর্ণফুলীর শিকলবাহায় দুপুর থেকে বিকেল পর্যন্ত পিডিবির অভিযানে বিভিন্ন অবৈধ বিদ্যুৎ সংযোগ চিহ্নিত করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পরিচালানায় এ অভিযানে ১৬টি মামলায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুঃখী মানুষদের সেবায় জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট অনন্য প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার জন্মজয়ন্তীতে চিত্রাংকন প্রতিযোগিতা ২৮ সেপ্টেম্বর