চট্টগ্রামের কর্ণফুলীতে এক অটোরিকশা চালক কর্তৃক ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৯ জুলাই (বুধবার) দুপুর ২টার দিকে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্যারটেক সেকান্দর কলোনিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভিকটিম কিশোরীসহ কয়েকজন মেয়ে কলোনির সামনে খেলছিলেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. নাছির (৪০) তাদের রিকশায় চড়ার প্রলোভন দেখান। দুজন মেয়েকে রিকশায় তুলে নিয়ে তিনি দ্রুত কলোনির বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন।
পথে একজন লাফ দিয়ে নেমে গেলেও ভিকটিম কিশোরী নামতে পারেননি। নাছির তাকে একটি নির্জন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।
ঘটনার দিন সারাদিন প্রবল বৃষ্টি থাকায় বিষয়টি পরে জানাজানি হয়। রাতে ভিকটিম ও তার পরিবারের প্রধান আবদুল কাদের (৩৫) কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনাটি নিশ্চিত করে জানান, “ঘটনা জানামাত্র আমরা পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত নাছির একই কলোনির ভাড়াটিয়া বলে জানা গেছে। ভিকটিমের পরিবারের ধারণা, তার নিজ বাড়ি শিকলবাহায়। নাছির বর্তমানে পলাতক রয়েছেন।
ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের স্থায়ী ঠিকানা কক্সবাজারের পেকুয়া। তারা বর্তমানে কর্ণফুলীতে বসবাস করছেন।
এলাকাবাসী ঘটনায় ক্ষুব্ধ। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, “ভিকটিম পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত চালাচ্ছি। অভিযুক্তকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে আমরা আশাবাদী।”