কর্ণফুলীতে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, ‘ভিকটিম’ গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ভিকটিম মো. সেলিম (৩৩) কে প্রধান আসামি ও অজ্ঞাত আরো ৪/৫ জনে কে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

বিন হাবিব বিডি লিমিটেডের হেড অব এইচ আর এন্ড এডমিন মো. সালে নুর প্রকাশ সাজ্জাদ (৪৪) বাদি হয়ে ৬ এপ্রিল এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

মামলার অভিযুক্ত মো. সেলিম কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তমিজ ফকির বাড়ির আলী আলমের ছেলে। সে বিন হাবিব বিডি লিমিটেডের অফিস সহকারি হিসেবে কর্মরত ছিল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত সেলিম (কথিত ভিকটিম) কর্ণফুলীর চরলক্ষ্যা বিন হাবিব বিডি লিমিটেডের ফ্যাক্টরিতে কর্মরত থাকাকালে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সরকারী ছুটি থাকায় কোম্পানির ফ্যাক্টর থেকে স্থানীয় মা এন্টারপ্রাইজের ৫৭ হাজার ৬০০ টাকা, কামাল এন্টারপ্রাইজ থেকে ৫১ হাজার ২০০টাকা, খাজা গ্যাস স্টোর থেকে ৮১ হাজার ৯২০ টাকা, নেয়ামত শাহ এন্টারপ্রাইজের ৮৯ হাজার ৬০০ টাকা গত শনিবার (৫ এপ্রিল) খাজা সেলিম এন্টারপ্রাইজের ২৬ হাজার ৮৮০ টাকা, মা এন্টারপ্রাইজের ৫১ হাজার ২০০ টাকা, কামাল এন্টারপ্রাইজের ২৬ হাজার ৮৮০ টাকা, নেয়ামত শাহ এন্টারপ্রাইজের ৯৩ হাজার ৪০০ টাকা, এবি ট্রেডার্সের ৭১ হাজার টাকা, শাহ মজিদিয়ার ৮ লক্ষ টাকাসহ মোট নগদ ১৩ লক্ষ ৪৯ হাজার ৬৮০ টাকা (গ্যাস ভর্তি সিলিন্ডার বিক্রয়) সংগ্রহ করে কথিত ভিকটিম সেলিম।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বিন হাবিব বিডি লিমিটেডের ফ্যাক্টরির এমডি সালমান বিন হাবিবকে তার ওই ব্যবহৃত মুঠোফোন থেকে ফোন করে বলেন, টাকা গুলো ছিনতাইকারীরা নিয়ে গেছে। পরবর্তীতে এমডি সালমান অফিসের দায়িত্বরতদের সঙ্গে যোগাযোগ করে ও কর্মচারীদের সাথে কথা বলে জানতে পারেন ছিনতাইয়ের ঘটনাটি বানোয়াট।

পরে অভিযুক্ত সেলিমও স্বীকার করেন টাকাগুলো ছিনতাই হয়নি সে আত্মসাৎ করার জন্য ছিনতাইয়ের নাটক সাজিয়েছে। এমনকি টাকাগুলো সে ফেরত দেওয়ার কথা থাকলেও পরে ফেরত দেয়নি। যদিও কথিত ভিকটিম সেলিম এর বক্তব্য জানা সম্ভব হয়নি। কেননা, ঘটনার পরপরই সে পুলিশের হাতে আটক থাকা অবস্থায় বিন হাবিব কোম্পানি মামলা করলে পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘বিন হাবিবের ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। যার থানা মামলা নম্ব-০৩। ধারা ৪০৮/৪০৬ ও ৪২০ দন্ডবিধিতে এ মামলার প্রধান আসামি সেলিমকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধলামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও চেক বিতরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু