কর্ণফুলীতে হাত পা বাঁধা অজ্ঞাত লাশ

নদীতে ফেলা হয়েছে ৫ দিন আগে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর সদরঘাট এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বিকালে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লোকটির হাত-পা বাঁধা অবস্থায় ছিল। অন্তত পাঁচদিন আগে খুন করার পর তাকে নদীতে ফেলে দেয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ। লাশটি উদ্ধারের পর পরিচয় শনাক্তের জন্য পিবিআই সদস্যরা আঙুলের ছাপ এবং ডিএনএ প্রোফাইলের জন্য নমুনা সংগ্রহ করেছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, স্থানীয়দের
মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরিহিত অবস্থায় ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদরঘাট থানায় নৌ পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধমন্দা মোকাবিলার প্রস্তুতি নিতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাল্টাপাল্টি হামলার অভিযোগ ইলিয়াসপত্নী ও যুবলীগের