কর্ণফুলীতে হাতির আক্রমণে নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে হাতির আক্রমণে নিহত তিন মাস বয়সী শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার বড়উঠান ৫নং ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকার বাসিন্দা নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীমকে এ সহায়তা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ, বাঁশখালী জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, স্থানীয় প্রতিনিধি নুরুল কবির, ওয়াসিম আকরাম, মো.আসিফ প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ৫নং ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় হাতির আক্রমণে মো. আরমান জাওয়াদ নামের ৩ মাস বয়সী ১ শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুটির মা খজিমা বেগম (৩০) হাতির আক্রমণে গুরুতর আহত হয়। এরপর থেকে হাতি অপসারণের জন্য এলাকাবাসী দুই দফা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

পূর্ববর্তী নিবন্ধনবীন শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে বিশেষ নজর দিতে হবে
পরবর্তী নিবন্ধঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান : মেয়র