কর্ণফুলীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মা হাসপাতালে

লাশ নিয়ে সড়ক বন্ধ করে প্রতিবাদ, দীর্ঘ যানজট

মো. মহিউদ্দিন, কর্ণফুলী | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ৩ মাস বয়সী মোঃ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে এসে তিনমাসের শিশু মারা গেছে। তার মা আমার স্ত্রী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক।

এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে আজ শনিবার ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি নিরসনের দাবিতে তাদের অবরোধে ঘণ্টার পর ঘণ্টা পিএবি সড়কে হয়ে বন্ধ থাকে যান চলাচল।

এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরা।

বিক্ষোভকারীদের দাবি হাতি নিরসনের সমাধান যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সড়ে দাঁড়াবেন না। প্রশাসন, বনবিভাগ ও কেপিজেডের লোকজন এইখানে রাস্তায় এসে হাতি নিরসনের সমাধান দিতে হবে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ও ওসি তদন্ত শাফিউল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।

এদিকে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যদিও বিক্ষোভস্থানে প্রশাসন এসে হাতি নিরসনের সমাধান না দিলে রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত সকাল ৮টা ২মিনিটে জামতলা শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি আবদুল গফুর এবং ৮টার ২০ মিনিটের দিকে থানার ওসি তদন্ত শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনাস্থলে আসলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আর কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ওয়াসিম আকরাম বলেন, বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ এসে হাতি নিরসনের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না। একের পর হাতির আক্রমণে মানুষের প্রাণ হারালেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি।

পূর্ববর্তী নিবন্ধফিনলে সাউথ সিটি শপিং মলে ৫ম পর্বের র‌্যাফেল ড্র
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পেট্রোল পাম্প থেকে তেল না কেনায় কারখানায় হামলা